ইলেকট্রিক কাজের চুক্তিপত্র কাজের বিবরন/ মজুরী নির্ধারণ

ধ্রুব পাওয়ার এন্ড ইঞ্জিনিয়ারিং এর , ইলেকট্রিক কাজের চুক্তিপত্র কাজের বিবরন/ মজুরী নির্ধারণ এর বিস্তারিত নিচে আলোচনা করা হল । 

 

১. ভবনের ছাদে পাইপ বসানো, গ্রুপ কাটা, তার টানা, লাইন পয়েন্ট, ফ্যান পয়েন্ট, পাওয়ার পয়েন্ট করা, প্রতিটা ইউনিট ডিস পয়েন্ট, ইন্টারনেটের পয়েন্ট, আইপিএস তার টানা, ইন্টারকমের পয়েন্ট করা, ওয়াশিং মেশিন এর পাওয়ার পয়েন্ট করা, কলিং বেল পয়েন্ট করা, গ্রিজার পয়েন্ট করা,কিচেন চুল্লির পয়েন্ট করা,সিকিউরিটি লাইটের পয়েন্ট করা, ফায়ার এর লাইন করা, এবং জেনারেটরের লাইন টানা ইত্যাদি।
২. প্রতিটি ইউনিটে, গ্রীজার, এসি, ওয়াশিং মেশিন, প্রতিটি রুম, বাথরুম, কিচেন রুম এর লাইন আলাদা আলাদা করা।
৩. উপর থেকে মেইন লাইন নিচে নামানোর জন্য প্রতিটি ফ্লোরে একটি করে জংশন বক্স ফিটিং করা।
৪. ডিস, ইন্টারনেট, ইন্টারকম এর লাইনগুলো উঠানোর জন্য প্রতিটি ফ্লোরে একটি জংশন বক্স ফিটিং করা।
৫. নীচের ফ্লোর এমডিবি বক্স ফিটিং, এবং এম ডি বক্সের ভিতরে সকল কাজ করা, ভোল্ট মিটার, সিলেক্টর সুইচ ব্যাবহার করে কানেকশন করা, জেনারেটরের এটিএস ফিটিং করা।
৬. মটর এর সুইচ, ডাল কানেকশন (ম্যাগনেটিক কন্টাক্টর, ওভারলোড, পুশ বাটন সুইচ) কানেকশন করা, যদি প্রয়োজন হয় মটর অটোমেটিক চালু হওয়া এবং বন্ধ হওয়া।
৭. সিসি ক্যামেরার লাইন টানা, ক্যামেরা লাগানো, ক্যামেরা অনলাইন করা।
৮. আধুনিক মানে ভবন তৈরিতে যত প্রকারের ইলেকট্রিকের কাজ আছে সকল কাজ করা,
৯. সার্ভার বক্স ফিটিং, জেনারেটরের (এটিএস) অটো প্যানেল বক্স ফিটিং করা।
১০. এসডিবি ফিটিং, সিঙ্গেল ফেইজ ফিটিং, জয়েন্ট বক্স ফিটিং করা।
১১. সাধারণত বৈদ্যুতিক যন্ত্রপাতির বডি আর্থিং এর জন্য গ্রহণযোগ্য মান ৩ থেকে ৫ ওহম পর্যন্ত দরকার। সে ক্ষেত্রে যেহেতু ভবনের বর্গফুট অনুযাই এবং ব্যবহার যন্ত্রপাতি হিসাব করে ৪ নাম্বার হাড্রর্ন বেয়ার কপার তার দিয়ে প্রতি ৮ ইউনিটের এর জন্য ১টি করে আর্থিং বার ব্যবহার করে ডিপ আর্থিং করতে হবে।
১২. জেনারেটরের আনব্যালেন্স কারেন্ট মাটিতে প্রবাহতি করার জন্য জেনারেটরের আর্থিং আলাদা রাখতে হয় (৮০ — ১০০) ফিট ১টা ৪ নাম্বার হাড্রর্ন বেয়ার কপার তার সাথে আর্থিং বার ব্যবহার করে ডিপ আর্থিং করা।
১৩. লিফটের আর্থিং আলাদা রাখতে হয় (৮০ — ১০০) ফিট ১টা ৪ নাম্বার হাড্রর্ন বেয়ার কপার তার সাথে আর্থিং বার ব্যবহার করে ডিপ আর্থিং করা।
১৪. লাইট্রেনিং প্রটেকশন এর জন্য ব্যবহৃত আর্থ এর মান ২ থেকে ৪ ওহম এর মধ্যে রাখা উচিত, যেহেতু প্রতিটি লাইট্রেনিং প্রটেকশন ক্ষমতা ১০০০ থেকে ১২০০ স্কয়ার ফিট সে ক্ষেত্রে ভবনের বর্গফুট অনুযায়ী আর্থিং প্রয়োজন। সেক্ষেত্রে আর্থিং এর বোরিং হতে হবে কমপক্ষে ১২০ফুট ৪ নাম্বার হাড্রর্ন বেয়ার কপার তার সাথে আর্থিং বার ব্যবহার করে ডিপ আর্থিং করা এবং লাইটিং প্রটেকশন ব্যবহারের ক্ষেত্রে (ংঢ়ফ) সার্জ প্রটেকশন ডিভাইজ ব্যবহার করা।
১৫. ট্রান্সফরমারের ক্ষেত্রে পাঁচটি আর্থিং এর গ্রহন মান ১—৩ ওহম প্রয়োজন। সিটি পিটি বক্সের জন্য (১টি) নিউট্রল ট্রন্সফরমারের বডি আর্থি জন্য (২টি) এলটি সুইচ গিয়ার, পিএফআই এবং লাইটিং এরিস্টর জন্য (২টি) এর জন্য ১০০ ফিট বোরিং ৪নং হাড্রর্ন বেয়ার কপার তার আর্থিং বার সহ ব্যবহার করে ডিপ আর্থিং করা।
১৬. বাড়িতে বিলের ক্ষেত্রে, ট্রান্সফর্মঅর ফিটিং করা, পিএফআই তৈরি করা, এলটি সুইচ গিয়ার তৈরি করা, এ,টি,এস তৈরি করা, আলোচনা সাপেক্ষে বিল নির্ধারণ করা হবে।

১৭. কাজের মজুরি ইঞ্জিনিয়ার অথবা ঠিকাদারের ছাদের মাপ অনুযায়ী প্রতিবর্গফুট এর মজুরী বিল্ডিং এর ধরন এবং মাপ অনুসারে নির্ধারন করা হবে ।
১৮. ভবনে কোন ইউনিটের গাথুনির ডিজাইন, পরিবর্তন করা হয় তবে ঐ ইউনিটের জন্য ৪০% কাজের মজুরি বৃদ্ধি পাবে।
১৯. আর্থিং বার, ডিপ আর্থিং প্রতি রানিং ফুট ৪০/— টাকা।
২০. সিঙ্গেল ফেইজ ও থ্রিফেইজ মিটার ফিটিং, জংশন বক্স ফিটিং, প্রতিটি ৬৫০/— টাকা।
২১. লাইটিং প্রোটেকশন স্টান্ড ফিটিং প্রতিটি ১,৫৫০/— টাকা।
২২. মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড,মিটার বক্স ফিটিং প্রতিটি ১২,০০০/— টাকা।সার্ভার বক্স ফিটিং, জেনারেটরের (অঞঝ) (অটোমেটিক ট্রান্সফার সিস্টেম) বক্স ফিটিং প্রতিটি ৮,০০০/— টাকা।

সম্পুর্ন বিস্তারিত জানতে যোগাযোগ করুন 

CONTRACT

Company: Dhruba Power & Engineering

Website: dhrubapower.com

Gmail: dhengineeringbsl@gmail.com

Location: C&B Road, 1 No pole , Kazipara Barishal , 8200

Phone: +880 01730690029 ,+880 01324176160-9

Company Admin ,BINAY SIKDER (Office Secretary Of Barishal Electric Workers Union)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top